বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে কুখ্যাাত ডাকাত সরদার গ্রেফতার-ভোরের কণ্ঠ।

আমিনুল ইসলাম জুয়েল / ৩৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে অবশেষে সেই ৯টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক কুখ্যাত ডাকাত সরদার বেলাল হোসেন হেলাঞ্চী (৪৫) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

বগুড়ার সনামধন্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এর নেতৃত্বে এসআই চাঁন মিয়া এএসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স ২৪শে জানুয়ারি রবিবার ঢাকা মিরপুর উত্তর মীরেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক সেই ধুরন্দর কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার করে। পরে ২৫শে জানুয়ারি সোমবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন পলাতক কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেফতার বিষয়টি নন্দীগ্রাম থানার সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীদের নিকট এক সতর্ক বার্তা। ওয়ারেন্ট ভুক্ত আসামী যতো বড় চতুর কিংবা চালাক হোক, আইন অমান্য করে মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে টেনে বের করা হবে। তাই যত তারাতারি সম্ভব সকল ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আদালতে আত্মসমর্পণ করার জন্য সতর্ক বার্তা প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর