শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

পৌরসভার নির্বাচন উপলক্ষে ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ২৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

পৌরসভার নির্বাচন উপলক্ষে ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করার লক্ষে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনওথর কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

নির্বাচনী কেন্দ্রগুলোতে ম্যাজিষ্ট্রেট, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, মোবাইল টিম সার্বক্ষণিক তদারকি করবে। এছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে। সকল ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ডাকা থাকবে।যাতে কোন অপৃতিকর ঘটনা না ঘটে। এসময় উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর