শিরোনাম
Cómo hacer un bong con una botella de agua sin papel de aluminio Качественная поставка бетона по Краснодару কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

সাভার উলাইলে জামি-আ ইহসানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৫০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকার সাভার উপজেলা উলাইল ৯ নং ওয়ার্ডের নামাগেন্ডা এর ( মাদ্রাসার মোড ) এ জামি-আ ইহসানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল পালন করা হয়।

রোজ বৃহস্পতিবার ( ১৮ ই ফেব্রুয়ারি ) বাদ আছর মাদ্রাসা সংলগ্ন ময়দানে আখেরি মোনাজাতের মাধ্যমে মধ্যরাতে শেষ হয়।

ওয়াজ মাহফিলটিতে সভাপতিত্ব করেন–( অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি ) জনাব হাজী মোঃ হালিম কোম্পানি।

উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন – বিশিষ্ট্য ইসলামী চিন্তাবিদ, মোফাচ্ছিরে কুরআন ও সুললীত কন্ঠের অধিকারী ( নায়েবে মুহ্তামিম ও শায়খুল হাদীস, জামি-আ ইসলামিয়া বনবাড়ীয়া, সিরাজগঞ্জ ) জনাব আল্লামা যাকারিয়া নাটোরী।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মোফাচ্ছিরে কুরআন ও সুমিষ্টভাষী, কুড়িগ্রাম – জনাব অধ্যাপক মাও আতাউল গনি উসমানি।

প্রধান মেহমান ছিলেন, দারুল উলূম দেওবন্দের শায়খে সানী আল্লামা কমর উদ্দিন মা. জি. এর বিশিষ্ট ও সুযোগ্য খলিফা ( জনাব আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ) শায়খুল হাদীস, জামি-আ রাহমানিয়া আরাবিয়া ( আলী এন্ড রিয়েল এস্টেট ) মোহাম্মদপুর ঢাকা।

বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন – জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজীব ( চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ ) এবং  জনাব আলহাজ্ব মোঃ আব্দুর গণি ( মেয়র, সাভার পৌরসভা )।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,জনাব হাজী মোঃ শামসুল হক। ( অত্র মাদ্রাসার, মুতাওয়াল্লী )

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আনিছুজ্জামান খান মুরাদ ( কাউন্সিলর, ৯ নং ওয়ার্ড, সাভার পৌরসভা ) , জনাব মোঃ মাজহারুর ইসলাম রুবেল (বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক, ব্যাংক টাউন, সাভার ) , জনাব মোঃ রাজীবুল ইসলাম ( রাজীব ), (তাশরিফ ইলেকট্রনিক এন্ড ফার্নিচার ) ( নামাগেন্ডা), জনাব মোঃ সফিকুল ইসলাম ( সফিক) ( প্রধান শিক্ষক, নিউ হোপ স্কুল,নামাগেন্ডা ) জনাব মোঃ  ফজলু করিম ( ফিয়া ফ্যাশন হাউজ এন্ড ওয়াশিং এর এম. ডি.) (নামাগেন্ডা ), রিয়াজুল ইসলাম মেম্বার ( নামাগেন্ডা), জনাব মোঃ আবু জাফর ( আল্লাহর দান স্টোর ) (নামাগেন্ডা),জনাব মোঃ রবিউল ইসলাম রানা ( শাহজাহান জেনারেল স্টোর ) ( নামাগেন্ডা), উক্ত অনুষ্ঠানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর