বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২০ অপরাহ্ন

নওগাঁয় শুটারগান ও এ্যাম্পুল ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টার,নওগা / ৩৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁয় এক মাদক ব্যবসায়ীকে একটি শুটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত হলেন নাসির আহম্মেদ স্বপন (৩৯)। সে নওগাঁ সদর পৌরসভার চকপ্রান গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন স্বপন।

জেলা গোয়েন্দা শাখা’র ওসি ডিবি জনাব কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে, নিজ বাসভবন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল সদর পৌরসভাধীন চকপ্রান মহল্লায় মঙ্গলবার দিবাগত রাতে একটি অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এবিষয়ে আটক নাসির আহম্মদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর