রবিবার, ০৪ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

কলাপাড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৪৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

কলাপাড়ায় দশম শ্রেনীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত নয়টার দিকে টিয়াখালী ইউপির ফরাজী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী নিজে শুক্রবার দিবাগত রাতে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পরে রাত ২ টার দিকে সহযোগী আসামী আবুল হোসেনকে গ্রেফতার করতে পারলেও প্রধান অভিযুক্ত রবিউল এখনও পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সময় রাতে ওই ছাত্রীর বাড়ির সামনে দোকানে যাওয়ার সময় পথিমধ্যে প্রধান আসামী রবিউল চৌকিদার, সহযোগী আবুল ও জাহিদুলকে নিয়ে পরিধেয় পোশাক ছিড়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে য়ায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর