রবিবার, ০৪ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ফুলবাড়ী সিমান্তে বিজিবি কতৃক ভারতীয় গরু উদ্ধার-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৪৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা। ২০ মার্চ শনিবার সকাল ভোর ৬টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ জলপাইতলী  এলাকার খেয়াপাড়া মাঠ থেকে ওই গরু গুলো উদ্ধার করা হয়। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফ উল্লাহ আবেদ জানান, তার নেতৃতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী  বিওপির টহল দল, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইনে গোপন সংবাদের ভিত্তিতে ভারতের ওপার থেকে নিয়ে আসা গরু চোরাচালানের সময় বিজিবি’র অভিযানিক দল ধাওয়া করলে চোকারবারীরা গরু গুলো নিকটবর্তী খেয়াপাড়া মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে গেলে, মালিক বিহীন অবস্থায় ০৬ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর