সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন-ভোরের কণ্ঠ।

মোঃ মিন্টু মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ৫১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৩মার্চ) বিকাল ৪ টায় নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে যুগ্নসাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এর আগে প্রেসক্লাব কার্যালয় থেকে এক র‍্যালী বের হয়ে নান্দাইল পৌরসভার বিভিন্ন রাস্তা পদক্ষিণ করা হয় । পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল পৌর সভার বার বার নির্বাচিত পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ঘোষপালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও এনামুল হাসান হক, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবেরর আজীবন সদস্য চন্ডিপাশা ইউপি মেম্বার হারুন অর রশিদ, ধূরুয়া ডিএস দাখিল মাদরাসার সুপার মাও তাজুল ইসলাম,নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি বক্তৃতায় পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া বলেন, ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানান। এবং প্রেসক্লাব কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মিন্টু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আশিক, অর্থ সম্পাদক রিপন চন্দ্র বর্মণ, সদস্য মোশারফ হোসেন ও আকরাম হোসেন। সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল, এস এ রুহুল আমিন। প্রতিষ্টাতাবার্ষিকী অনুষ্ঠানে পাঁচ জন নতুন সাংবাদিককে প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর