রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

জনকণ্ঠ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে শাহজাদপুর প্রেসক্লাবে শোক কর্মসূচী পালন-ভোরের কণ্ঠ।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৫৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

২৫ মার্চ বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে শোক কর্মসূচী পালন করা হয়েছে। শোক কর্মসুচির মধ্যে ছিলো প্রেস ক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, এক মিনিট নীরবতা পালন ও শোক সভা।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফির সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জনকণ্ঠ পত্রিকার শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির, প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ জাফর লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমূখ ।

এ সময় বক্তারা বলেন, ‘জনকন্ঠ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ বাংলাদেশের সংবাদপত্রের আধুনিকায়নে অপরিসীম অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। পাশাপাশি মফস্বলের সংবাদও যে জাতীয় পত্রিকার লিড নিউজ হতে পারে সেটিও তিনি প্রচলন করেন। তাঁর অবদান কখনও ভোলার নয়।থ

উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, মুস্তাক আহমেদ, কোরবান আলী লাবলু, শামছুর রহমান শিশির, সাগর বসাকসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর