বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৫৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিক ফরহাদ হোসেন (৩১) এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের পর আন্ধারমানিক নদীর নিশানবাড়িয়া মোহনা থেকে তিনি নদীতে ডুবে  নিখেঁাজ হলে সন্ধ্যা ছয়টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ চট্রগ্রাম জেলার সন্ধীপ থানার সাতঘরিয়া ইউনিয়নের আবদুল মন্নানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চট্রগ্রাম থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দের্র উদ্দেশ্যে ছেড়ে আসে পাথর ভর্তি লাইটার জাহাজ এমভি হাজী ছালাম প্রামানিক-৯। দুপুরের দিকে ধানখালী ইউপির শাহীন মৃধার ঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে পেঁৗছালে ইঞ্জিন জনিত ত্রুটির কারনে জাহাজটি থেমে যায়।

এসময় জাহাজের পাখার সমস্যা দেখতে নদীতে নামে সুকানি মো. নিশান, গ্রিজার শান্ত এবং ফরহাদ হোসেন। এসময় নদীতে ডুব দিলে ফরহাদ হোসেন পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে অনেক খেঁাজাখুজির পর তাকে না পেয়ে ফায়ারসার্ভিস ও থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সন্ধ্যা সারে ছয়টায় ডুবুরি দল নদী থেকে ফরহাদের লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর