বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

নাগরপুরে বসতবাড়ীর নিয়ে পূর্ব শক্রতার জের ধরে হামলা ও ভাংচুর-ভোরের কণ্ঠ।

মোঃ আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল / ৬৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে বসতবাড়ি ও জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামর্ত বেগম(৪৫)নামের এক নারী গুরুতর আহত হয়েছে ।তিন মীরনগর গ্রামের দুলু মিয়ার স্ত্রী। শুক্রবার রাতে উপজেলার মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার মীরনগর গ্রামে বাড়ীর জমি নিয়ে শোমেজ ওরফে দোলু মিয়ার সাথে ওমেদ আলীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে এর জের ধরে কথা কাটাকাটি হয় এক পর্যয়ে ওমেদ আলীর ছেলে রাসেল, ছাইদুর, নাজমুল, ছামাদ সহ আরো ২/৩ জন দল বল নিয়ে শোমেজ ওরফে দোলু ও তার স্ত্রীর উপর হামলা করে। এতে স্বামী স্ত্রী গুরুত্ব আহত হন। এলাকাবাসী তাদেকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার সামর্থ বেগমের অবস্থা অংশকাজনক হওয়ার তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফাড করে। ভুক্তভোগী জানান এ ঘটনায় নাগরপুর থানায় অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি ।

এ ব্যাপারে নাগরপুর থানার উপ-পরিদর্শক এস আই ফজলু বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর