ফুলবাড়ীতে করোনা মোকাবেলায় আইনসৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা-ভোরের কণ্ঠ।

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা মোকাবেলায় আইনসৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলার বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: কানিজ আফরোজ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শমসের আলী মন্ডল,থানার অফিসার্স ইনচার্জ মো.ফখরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.শাফিউল ইসলাম,মৎস কর্মকর্তা মোছা.মাজনুননাহার মায়া,সেনেটারী ইনেস্পেক্টর জগদিস চন্দ,সাংবাদিক রজব আলী প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,পুলিশের সদস্য,বিজিবি’র সদস্য,ফায়ার সার্ভিস সদস্য,স্বাস্থ্য কর্মি,জন প্রতিনিধিগণ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে প্রসাশন মাঠে থাকবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *