সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণা ঘরোয়া বৈঠকের অংশ হিসেবে সপ্তাহব্যাপী প্রত্যেক রাতে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা পরিষদ সদস্য গনি মোল্লা উঠান বৈঠক করেন পাঁচটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন সশরীরে উপস্থিত থেকে সফল করেছেন ৷
প্রবীন প্রাথী গনি মোল্লা সব সময় তিনি ইউনিয়ন বাসীর সুখে-দুখে পাশে আছেন।খাষকাউলিয়া গ্রামের আপামোর জনসাধারণ গনি মোল্লা কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পূর্ণ সমর্থন দান করেন।
পাঁচটি উঠান বৈঠকে সর্বস্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন৷ এ সময়ে মোবারক হোসেনের সঞ্চালনে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় ৷
এসময় উপস্থিত ছিলেন , সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম , চৌহালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খোরশেদ আলম মাস্টার ও ছাত্রলীগের সভাপতি রহিম রেজা প্রমুখ।
গণমাধ্যমকর্মীদের গনি মোল্লা বলেন, আপনারা আমার প্রতিবেশী ৷ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সাহায্য করলে আল্লাহ আমাকে নির্বাচিত করলে আপনাদের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। আসন্ন ৫ নং খাষকাউলিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় আমি শতভাগ আশাবাদী। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনাদের সকলের সুখে-দুখে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ।