রাজশাহীর তানোরে দ্বিতীয় বারের মত করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানীর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়েছে।
আজ রবিবার(৪ এপ্রিল) বিকেলে তানোর পৌর শহরের তালন্দ বাজারে এ করোনা ভাইরাস সুরক্ষিত মাক্স বিতরণ করা হয়।
তালন্দ বাজার ঘুরে দেখা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমরুল হক তালন্দ বাজারে আশা জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে বিভিন্ন করনীয় বিষয় নিয়ে আলোচনা ও মাক্স বিতরণ করেন।