শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

পোতাজিয়া ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ছাত্রলীগ সম্পাদক রাসেল-ভোরের কণ্ঠ।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৫৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনি মাঠ। এলাকায় প্রচার প্রচারনার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে দৌড় ঝাপ। বিশেষ করে সরকার দলীয় প্রতিক অর্থাৎ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান অনেকেই।

ইতোমধ্যেই শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নিকট থেকে জীবন বৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জীবন বৃত্তান্ত জমা হওয়ার পর যাচাইবাছাই শেষে কেন্দ্রে চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে তালিকা পাঠাবে স্থানীয় আওয়ামী লীগ। এ অবস্থায় প্রার্থীরা তাদের শক্তি ও যোগ্যতা প্রমাণ করতে নিজ নিজ সমর্থকদের বহর নিয়ে সিভি জমা দেওয়া শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ পোতাজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সোমবার দুপুরে রাসেল শেখ তাঁর সমর্থকদের একটি বিশাল বহর নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সিভি জমা দেন।

এ সময় মোঃ রাাসেল শেখের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহির, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক আকন্দ, গ্রাম প্রধান মোকছেদ প্রাঃ, ইউনিয়ন আওয়ামীলীগ এর সদস্য চান্নু শিকদার, রায়হান আকন্দ, আনিছ আকন্দ, শাহাদত শিকদার, মোকছেদ খাঁ, মোক্তার সরদার, মকবুল হাফেজ, আফসার সরদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর