শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় র‍্যাব-১২’র মাদক বিরোধী আভিযানে গ্রেফতার ‘৪-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যদের মাদক বিরোধী অভিযানে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুড়া থানার খান মরিচ ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের জাহিদ হাসান(৪০),সুবোদ্য মরিচ গ্রামের আব্দুল জুব্বার(২৪),উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের শুকলহাট গ্রামের আশীষ কুমার(৩৫), কৈবর্ত্যগাঁতী গ্রামের হাফিজুর রহমান(৩০)।

এ বিষয় নিশ্চিত করেন র‍্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি গণমাধ্যমকে জানান মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবসায়ী কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।তারা পেশাদার মাদক ব্যবসায়ী।উদ্ধার হওয়া আলামতসহ আটককৃতদের উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর