শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

জন্মের পর হিজড়া, গ্রাম্য মাতব্বর বাড়ী ছাড়ার নির্দেশ ২ মাতব্বর আটক-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরের চরঘাটিনা গ্রামের বাসিন্দা হাফেজ মিস্ত্রী ১৭ বছর আগে মোঃ মনিরুল নামের পুত্র সন্তানের জন্ম দেন। মজনু মিয়া নামের বড় ভাই আছে। বয়স বাড়ার সাথে সাথে হরমন জাতীয় সমস্যায় মনিরুল হিজরা স্বভাবে বেড়ে উঠতে শুরু করে। এই দৃশ্য গ্রাম্য কিছু বিচারকের দৃষ্টিকোচর হয়। কয়েক জন বিচারক হিজরা মনিরুলসহ তার স্বপরিবারকে গ্রাম থেকে জোর পূর্বক গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পায়।

নিরুপার হয়ে হিজরা মনিরুলের বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে মঙ্গলবার উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাতে চরঘাটিনা গ্রামের মোঃ মঞ্জু মিয়া(৫০) ও মোঃ মেছের আলী (৫২) নামের দুই গ্রাম্য বিচারককে আটক করেন মডেল থানা পুলিশ।

এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান মনিরুল প্রাকৃতিক ভাবে তৃতীয় লিঙ্গের মানষে রুপান্তরিত হয়েছে। জন্ম সূত্রে সে ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। কিছু গ্রাম্য বিচারক অন্যায় ভাবে জোর পূর্বক গ্রাম থেকে বেড় করে দেয়াটা অমানবিক। তার বড় ভাই মঙ্গলবার থানায় মামলা করেছে। পুলিশ এজাহার ভুক্ত দুই মাতব্বরকে আটক করে বুধবার জেলহাজতে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর