বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সাভারে রিক্সা চালকের ছব্দবেশে শিশু অপহরণ-৫ দিন পর উদ্ধার-ভোরের কণ্ঠ।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৫৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

রাধানীর সাভারে রিক্সা চলকের ছব্দবেশ ধরে সাভারে সক্রিয় অপহরণকারীদের শিকার সোহান নামের ৬ বছরের শিশুকে ৫ দিন পর উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব- ৪ সদস্যরা।

বুধবার ( ২৮ এপ্রিল ) ভোর রাতে মানিকগঞ্জের নবগ্রাম থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ৩ অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো – মানিকগঞ্জ জেলা সদর থানার বারইলা গ্রামের হারুনের ছেলে হাবু মিয়া ( ৪০ ) একই থানার পাচবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে বাদশা ( ৩৪ ) ও মানিকগঞ্জের হরিরামপুর থানার গোপালপুর গ্রামের চান বেপারীর ছেলে করিম বেপারী ( ৩৫ )।

র‍্যাব জানায়- সাভার আশুলিয়ায় রিক্সা চালকের ছব্দবেশ ধরে একটি অপহরণকারীর চক্র গড়ে তুলেছে অপরাধীরা। দিনের বেলা রিক্সা চালিয়ে শিকার টার্গেট করা হয় এবং সুযোগ বুঝে অপহরণ করা হয় শিশুদের। তেমনি, প্রায় তিনদিন ধরে রিক্সা চালানোর আড়ালে ছদ্মবেশী অপহরণকারী দলের লিডার করিম বেপারি শিশুটিকে টার্গেট করে। এরপর গত শুক্রবার পাখি দেয়ার লোভ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় সোহানকে। পরিবারের কাছে দাবি করা হয় ১ লক্ষ টাকা মুক্তিপণ।

র‍্যাব-৪ এর সহযোগীতায় আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মানিকগঞ্জের নবগ্রাম থেকে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর