উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুর রউফ গ্রেফতার-ভোরের কণ্ঠ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুর রউফকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সে উল্লাপাড়া সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুজাবত হোসেনের ছেলে ও রাজমান ডিগ্রি কলেজের প্রভাষক।

বিএনপি নেতা আব্দুর রউফ দীর্ঘদিন সদর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।তিনি বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য। মঙ্গলবার (৫ মে) পৌরশহরের কাঁচা বাজার(কলাতলা)থেকে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয় নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাস জানান মঙ্গলবার রাতে নাশকাতার অভিযোগে পৌরশহরের কাঁচা বাজার এলাকায় থেকে টহলরত পুলিশ বিএনপি নেতা আব্দুর রউফকে আটক করেন।তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতা ও ভাংচুরের মামলা রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *