শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে তিন মটরসাইকেল ছিনতাইকারী আটক-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে চোরাই মটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-ফুলবাড়ী উপজেলার ইসমাইলপুর গ্রামের মোঃ বাবুল সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৬) ও মোঃ নবিউল ইসলামের ছেলে সাহানুর হাসান (২৩)। বুধবার দুপুরে তাদেরকে দিনাজপুর কোর্টে চালান দেয়া হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মো: ফখরুল ইসলাম জানান,ফুলবাড়ী উপজেলার ইসমাইলপুর গ্রামের মাছ ব্যবসায়ী গোলজার হোসেন গত ১০ এপ্রিল মেলাবাড়ী বাজারে মটর সাইকেল রেখে বাজার করতে যায়। এ সময় তার মটর সাইকেলটি চুরি হয়ে যায়।

এ ঘটনায় ১১ মে ফুলবাড়ী তানায় একটি জিডি করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও সাহানুর হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী আরিফুল ইসলামের খালু শ্বশুরের বাড়ী থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী থানায় ১২ মে বুধবার একটি মামলা রজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর