আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ সোমবার (১৭ মে)। ১৯৮১ সালের এদিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।
দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সিরাজগঞ্জের কাজিপুরে গণতন্ত্রের মানসকন্যা, বাংলাদেশ আ.লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে ।
সোমবার (১৭ মে) দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে বেলা সাড়ে এগারটায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রেফাজ উদ্দিন মাস্টার। সভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিরোধী শক্তি ২১ বার হত্যাচেষ্টা করে ব্যর্থ হয়েছে। আল্লাহ উনাকে এই দেশের উন্নয়নের জন্যেই নেক হায়াত দান করেছেন। তাইতো তার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উন্নয়নের মহাসড়ক ধরে।থ
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এরপর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ।
উল্লেখ যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।