শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

২০ বৎসর হলো পলাতক যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার-ভোরের কণ্ঠ।

মোঃ বুলবুল আহমেদ বুলু,বদলগাছি(নওগাঁ )প্রতিনিধি। / ৫৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নওগাঁর বদলগাছীতে ২০ বৎসর হলো পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদেক আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার সময় দিনাজপুর বিরামপুর এলাকা থেকে ২০ বছর পর তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাদেক আলী উপজেলার চাঁপাডাল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরূদ্ধে গত ৭ অক্টোবর/২১ ইং সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা হয়। বিজ্ঞ আদালত তার অনুপস্থিতিতে যাবজীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত বছর স্বশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। উল্লেখিত আসামি মামলার পর থেকে ১০ বছর নেপালে এবং ১০ বছর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পলাতক ছিল।

পরবর্তীতে নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল এটিএম মাইনুল ইসলাম এর তত্ত্বাবধানে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম এর প্রচেষ্টায় এসআই আব্দুল আজিজ, এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর বিরামপুর উপজেলার মিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম (আতিক) জানান, আসামি সাদেক আলী দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর