শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরহীর মৃত্যু-ভোরের কণ্ঠ।

নিজস্ব প্রতিবেদক / ৬৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে মাইক্রোবাস চাপায় বাবুল শেখ(৩৫)নামের এক মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় মোটরসাইকেলের চালক তারিকুল শেখ(২২)গুরুতর আহত হয়েছে।

জানা যায় বুধবার সকাল সাড়ে ৭ টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহাজামাল শেখের দুই ছেলে বাবুল শেখ(৩৫)ও তারিকুল শেখ(২২) মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আসার পথে কামারখন্দ কোনাবাড়ী এলাকা অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে একটি মাইক্রোবাস চাপা দেয়।এতে মোটরসাইকেল ছিটকে পড়ে সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান,কামারখন্দ কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধুমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান।কিছুক্ষণ পরে বাবুল শেখের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর