শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কুয়াকাটায় মরিচক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় মরিচক্ষেত থেকে মিরাজ ভদ্র (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা এগারোটায় পৌর শহরের কচ্ছপখালী এলাকায় মৃতের নিজ বসত ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মিরাজ ওই এলাকার সিদ্দিক ভদ্ররের ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক।

মৃতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাত দশটার দিকে মিরাজ তার পরিবারের সাথে একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে উঠে ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা মিরাজের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা তার বাড়ি থেকে একশ গজ দূরে মরিচক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা একটি  হত্যাকান্ড । কে বা কারা তাকে হত্যা করেছে সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর