শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

বগুড়া আদমদীঘিতে ভন্ড মছাফির সেজে ২ প্রতারক টাকা নিয়ে উধাও। 

হুমায়ুন আহমেদ, স্টাফ রিপোর্টার। / ৬৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

হুমায়ুন আহমেদ,ষ্টাফ রিপোটারঃ ভন্ড মুছাফির সেজে বাড়ীতে প্রবেশ করে বিভিন্ন কবিরাজি কথার ছলে পানি পড়া খাইয়ে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ দুপুরে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ছোট জিনইর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়,  আজ বুধবার দুপুর সাড়ে১২ টার দিকে হঠাৎ দুই ব্যক্তি গায়ে জুব্বা, পাঞ্জাবী, মাথায় টুপি, সুন্নতি লেবাস পড়িয়ে মুছাফির সেজে বগুড়ার আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামে আনু মন্ডলের বাড়িতে আসে। ঠিক দুপুর বেলা বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে আনু মন্ডলের স্ত্রী পারভীন বেগমকে বিভিন্ন কবিরাজি কথা বলে তাকে ফাঁদে ফেলে

এক পর্যায়ে তাকে পানি পড়া খাওয়ান। পানি পড়া খাওয়ানোর কিছুক্ষণ পর পারভীন বেগম নিজেই ঘরে গচ্ছিত ৬৫ হাজার টাকা কাউকে না জানিয়ে তাদের হাতে তুলে দেন। এর কিছু পর পারভীন বেগম অজ্ঞান হয়ে পড়ে। আর এই সুযোগে ওই দুই প্রতারক আনু মন্ডলের ধান বিক্রয়ের ৬৫ হাজার টাকা নিয়ে তড়িঘড়ি করে চম্পট দেয়।

তবে ওই দুই প্রতারকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদমদীঘি থানায় কোন মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর