শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ট্রেনে নিচে কাটা পড়ে শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে শামচুল আলম(৪৬)নামের এক বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিক উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় উল্লাপাড়া রেলস্টেশনের পূর্বপাশে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চিলাহাটি যাওয়া পথে ট্রেনের চাকার নিচে পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।

জানা যায় প্রতিদিনের ন্যায় নিহত শ্রবন প্রতিবন্ধী শ্রমিক শামচুল আলম আজকেও বিএডিসি’র কাজের উদ্দেশ্যে অফিসে যাচ্ছিলো। ঘটনাস্থল বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অতিক্রম করার সময় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ঢাক-চিলাহাটিগামী দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে বিএডিসি’র শ্রবন প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত শামচুল আলমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর