রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

নন্দীগ্রাম থানাকে দালাল মুক্ত করতে নবাগত ওসির প্রতি মেয়রের আহ্বান।

মোহ আমিনুল ইসলাম জুয়েল,নন্দিগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম থানাকে চাটুকার ও দালাল মুক্ত রাখতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান। সেই সাথে দালালদের খপ্পরে পড়ে কোন অসহায় নির্দোষ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে বিশেষ নজর রাখতে বলেন।

এছাড়াও থানায় আসা কোন মামলা কিংবা অভিযোগ টাকার বিনিময়ে তদন্ত না করে সঠিক তথ্য প্রমাণ সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

সোমবার (১৪ই জুন) দুপুরে পৌরসভা হলরুমে নবাগত ওসিকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে পৌর পিতা আনিছুর রহমান এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আব্দুল বাতেন, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহিরুল ইসলাম, সাইফুল ইসলাম মিলন সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর