শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

শাহজাদপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে সবুজ সমারহ বৃদ্ধির জন্য বৃক্ষ রোপন।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৬৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

জলবায়ু ও মাটির গুণে আদিকাল থেকেই সবুজের সমারহের জন্য সুপ্রসিদ্ধ বাংলাদেশ।আর এ সমারহ শুধুমাত্র গাছের সংখ্যাধিক্যে সীমাবদ্ধ ছিলনা বরং প্রজাতির বৈচিত্রেও ছিল সমৃদ্ধ। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়াতনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমী থাকা একান্ত প্রয়োজন রয়েছে বলে বিশেজ্ঞরা মনে করেন ।

কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল । এছাড়া জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে চলছে অপরিকল্পিত বৃক্ষ নিধন। ফলে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে।

এই বিপর্যয় থেকে উত্তরনের জন্য বৃক্ষ রোপনের তাগিদ অনুভব করেন পরিবেশ সচেতন মানুষ। সেই তাগিদ থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা ও সেবা মূলক সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।

সোমবার সকালে বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ লাগিয়ে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, আজকালের খবর প্রতিনিধি মাসুদ মোশাররফ এবং আলোকবর্তিকার আলোকছটারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর