বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে দুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৫৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে দরিদ্র ও অসহায় নগদ অর্থ ও দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা বাবদ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা হল রুমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর তহবিল ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাাফিজুর রহমান ফিজার এম পি’র ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ রোগীদের মাঝে চেক এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে মোবাইলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো আশরাফুল আলম ডাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর