রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে সিরাজগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা। সিরাজগঞ্জকে মাদক মক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম(৪৮),একই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে হাফিজুল ইসলাম(৩৩) ও চরধূর পাগরাখালি নতুন পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে সানোয়ার হোসেন(৩৪)।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক লিটন কুমাড় সাহা জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকায় ইয়াবা ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।এ সময় আটককৃতদের তল্লাশি করে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে উদ্ধারকৃত আলামতসহ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর