বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

 

নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন সচেতন যুব সমাজ।

শুক্রবার জু’আর নামাজ শেষ করে দুপুর ২ টার সময় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা।

মানববন্ধনে শত শত মুসুল্লি সতস্ফর্ত ভাবে অংশ গ্রহণ করে আদনানের সন্ধানের দাবীতে স্লোগান শুরু করেন।এ সময় বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এসময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন। সন্ধানে ব্যর্থ হলে সারাদেশ ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর