শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত কাউন্সিলারের মৃতু।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৫৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। মৃতঃ সেবক চন্দ্র মিত্র পৌরসভার চিংগুড়িয়া  ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং ওই এলাকার সুশিল চন্দ্র মিত্র’র ছেলে।

শুক্রবার সকাল ৬ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের চাচাতো ভাই দীলীপ হাওলাদার জানান, গত রোববার তার স্ত্রীকে চিকিৎসা করাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেবক। মঙ্গলবার তার স্ত্রীর অস্ত্রপাচার সম্পন্ন হয়।

বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থ্যতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পরলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে মৃতের স্ত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে সর্বজন পরিচিত  নব নির্বাচিত এ কাউন্সিলারের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর