রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও হতদরিদের নগদ অর্থ প্রদান।

মোঃ জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ৩’শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯জুন) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র ৩’শ পরিবারের মধ্যে নগদ ৫’শ টাকা করে অর্থ বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ মোঃ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর মোঃ বখতিয়ার খান, মোঃ আনসার শোকরানা মান্না, মোঃ ছাদ আলী, মো. রফিকুল ইসলাম রুহেল, জসিম উদ্দিন শাকিল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিদ আলী, উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান চিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর