রবিবার, ১১ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৫৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে  গ্রাম পুলিশ বাহিনীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। ১৯ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ সাইকেল বিতরণ অুনষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে উপজেলার ৮টি ইউনিয়নের নিয়োজিত ৬৪ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন তাড়াশ শাখার সভাপতি ও মাগুড়া ইউনিয়ন গ্রাম পুলিশ দফাতার রাজিব কুমার দাস সাইকেল পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ন ইউএনও মেজবাউল করিম ও ইউপি চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর