শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানের দাবীতে ফুলবাড়ীতে মানববন্ধন।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৫৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধানের দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন সচেতন যুব সমাজ। আবু ত্বোহা মোহাম্মদ ও তার তিন সঙ্গী নিখোঁজ হওয়াতে দেশ ও জাতি আতংকিত।

শুক্রবার জু’আর শে দুপুর ২টায় স্থানীয় নিমতলা মোড় মসজিদের সামনে ফুলবাড়ী -গবিন্দগঞ্জ সড়কের পাশে ব্যানার ফেষ্ঠুন নিয়ে দাড়িয়ে সচেতন যুব সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন পালন করেন তারা। আবু ত্বোহা মোহাম্মদ ও তার তিন সঙ্গীদের সন্ধান না পেলে সারা দেশে কর্ম সূচি ঘোষনা করা হবে জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,হাবীব,সোহান,তানভির আহম্মেদ,বাপ্পী,অমর ফারুক,মোর্শেদ,আব্দুল কাদের প্রমুখ। এ সময় বক্তারা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তার নিখোঁজ তিন সঙ্গীদের সন্ধানের দাবী জানন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর