মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

এই বিজয় আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বাসীর বিজয়-মিঠুন হালদার।

শেখর মজুমদার,পিরোজপুর প্রতিনিধি / ২২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

পিরোজপুরে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুডড়িয়ানা ইউনিয়র পরিষদ নির্বাচনে মিঠুন হালদার বিপুল ভোটে জয়লাভ করেন। সন্ধ্যা ৬ টার পর বিভিন্ন কেন্দ্র থেকে মিঠুন হালদারের জয়লাভের খবর আসতে থাকায় সমর্থকদের মাঝে আনন্দউল্লাস ছিলো চোখে পড়ার মতো, চুরান্ত ফলাফল প্রকাশের পর মিঠুর হালদার বলেন,

এই বিজয় আমার নয় এই বিজয় পুরো আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বাসীর বিজয়।

এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছরের অপশাসনের অবসান ঘটলো এ বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়। তিনি আরো বলেন, জনগণ আমাকে ভালোবেসে যে দায়িত্ব অর্পন করেছে সে দায়িত্ব আমি যথাযথ ভাবে পলন করবো এবং সকল প্রকার সাম্প্রদায়িকতা ভুলে হিন্দু মুসলিম কাঁধে কাঁদ মিলিয়ে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য ১ম ধাপের ইউপি নির্বাচনে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে শেখর সিকদার কে ২,২৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন জানান, মিঠুন হালদার (আনারস) প্রতীকে পেয়েছেন ৬,০৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখর কুমার সিকদার (নৌকা) প্রতীকে ৩,৭৩৮ ভোট পেয়েছেন।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি ও পিরোজপুর জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মিঠুন হালদারের এ বিজয়ে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর