শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে এডিপির অর্থায়নে নলকুপ বিতরণ।

মোঃ রোকনুজ্জামান রকু,চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৫২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বিগত দুই দশক ধরে যমুনা নদীর ক্রমাগত ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদর ও আশপাশের বেশ কয়েকটি গ্রাম ক্ষত-বিক্ষত। এর ফলে সহায়-সম্বল হারিয়ে অন্যত্রে চলে গেছে হাজারো মানুষ।

নদী ভাঙনে বিলীন হয়েছে শত শত একর আবাদি জমি, বসতভিটা, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি স্থাপনা। সারা বছরই এখানে ভাঙন রয়েছে। যমুনার প্রবল ঘূর্ণাবর্তের প্রভাবে জেলার ভৌগোলিক সীমারেখার মানচিত্র থেকে আশি ভাগ জায়গা এরই মধ্যে যুমনা নদীতে হারিয়ে গেছে।

প্রতি বছরই ভাঙনপ্রবণ এলাকায় জিওব্যাগ ফেলে পাউবো। বিগত বছরেও তীর রক্ষায় এখানে নেওয়া হয় কম-বেশি নানা উদ্যোগ। কিন্তু কোনো উদ্যোগই যেন কার্যকরী হচ্ছে না যমুনার ভাঙনের কাছে৷এ দিকে।

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার ভাঙনে বিধ্বস্ত ৩০ পরিবারকে নলকূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা এলজিইডি চত্বরে বার্ষিক উন্নয়ন প্রকল্পর (এডিপি) অর্থায়নে নলকূপ বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, এলজিইডির,প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া ও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর