মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

উজানচর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে-চেয়ারম্যান পদপ্রার্থী কামাল শেখ।

রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধিঃ / ৫৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে গত মাসে ২৭ মে ২০২১ বৃহস্পতিবার এ আকস্মিক ঘূর্ণিঝড়ে ২৯ পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে ইউনিয়নের ৬ নং ও ৮ নং ওয়ার্ডের অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ পরিবারগুলো অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

উজানচর ইউনিয়নের ছাহের মন্ডল পাড়ার মরিয়ম বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাশের মরাপদ্মা নদীর দিক থেকে প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান বাতাস বইতে থাকে। এ সময় অনেক বসতঘরের টিন উড়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় ওইখানে সরকারি একটি ঘরের টিন ঘূর্ণিঝড়ের বাতাসে উড়ে গেছে এখন সে পরিবার মানবেতর জীবনযাপন করছে।

সোমবার বিকালে ক্ষতিগ্রস্তরদের খোঁজখবর নিতে গেলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উজানচর ইউনিয়ন বাসীর মধ্যে গরিবের বন্ধু হিসেবে পরিচিত মানুষ মোঃ কামাল শেখ।তিনি সে সময় ছাহের মন্ডল পাড়ার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করেন।গরিবের বন্ধু ও চেয়ারম্যান পদপ্রার্থী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর