শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি নিষেধ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৪৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর বিধি নিষেধ ঘোষনা করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (২৪জুন) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত ঘোষনা করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন।এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আতাউর রহমান মিল্টন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন দিনাজপুর -৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার উত্তম কুমার সিংহ, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যন অধ্যক্ষ নবিউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যন উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী নেতা ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান,হাট ইজারাদার মানিক মন্ডল প্রমুখ।

জরুরী সভায় ফুলবাড়ী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ১০ দিনের কঠোর বিধি নিষেধ ঘোষনা করা হয়।

শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে। এছড়া
কাঁচাবাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে উন্মুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়ে হয়। সেই সাথে সকল হোটেলে শুধুমাত্র পারসেল খাবার বিক্রয়ের কথা বলা হয়েছে। অপরদিকে বাস,মাইক্রো,সাইকেল,মোটর সাইকেল,রিক্সা,ভ্যান অটো চার্জারসহ মনুষ্যবাহী সকল যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেইসাথে ফুলবাড়ী পৌর শহরের বাইরে থেকে আসা অত্যাবশ্যকীয় কারণ ছাড়া সব ধরণের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর