মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

ঢাকার সাভারে আনসার ও গ্রাম প্রতিরক্ষার মতবিনিময় সভা।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৫৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

ঢাকা জেলা সাভারে আইন শৃংখলায় রক্ষায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভা করে বিশেষ পুরুস্কার দেওয়া হয়েছে।

শুক্রবার ( ২৫ জুন ) সকালে সাভার উপজেলা পরিষদদের হলরুমে সাভার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করার আয়োজন করা হয়।

এতে সাভারে বিভিন্ন ব্যক্তি মালিকানী ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত নারী ও পুরুষসহ কয়েক’শ আনসার ভিডিপি সদস্য যোগদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট পিভিএমএস আফজাল হোসেন।

আলোচনা সভা শেষে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখার আনসার সদস্যদের সেলাই মেশিন, বাইসাইকেলসহ নানা পুরুস্কার দেওয়া হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর