মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে কমলনগরে ইজাড়াদারের বিরুদ্ধে কুচক্র মহলের অপপ্রচার! 

মোঃ সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি। / ৫৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী ও বাজার ইজাড়াদার মোঃ বেলালের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে।

জানা গেছে, বাজারের দীর্ঘ দিনের পুরনো ব্যবসায়ী মোঃ বেলাল সম্প্রতি বাজার ইজাড়া নিয়ে সরকার প্রদত্ত টোল আদায় করছিলেন। ১৪২৮ বাংলা সনের ১ বছরের জন্য ৬০ লাখ ১০ হাজার টাকা, সাথে সরকারের ১২ পার্সেন্ট  রাজস্ব ও ২৫ পার্সেন্ট ব্যাংক ড্রাফটসহ মোট ৭২ লাখ টাকায় ইজাড়া নেন। সরকার প্রদত্ত নির্ধারিত গরু-মহিষে ১২২ টাকা, ছাগল ও ভেড়ায় ৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে।

ইজাড়াদার এর নিকট কিছুদিন ধরে চাঁদা দাবি করে না পেয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। যা বাস্তবের সাথে কোন সাদৃশ্যতা নেই।

এ বিষয়ে মোঃ বেলাল হোসেন বলেন-‘অবৈধ সুবিধা দাবি করি না পাওয়ায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও ঘৃনা জানাই।’

শাহ আলম নামের অপর এক ইজাড়াদার বলেন-‘প্রতি বাজারে কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে অবৈধভাবে অর্থ দাবি করে। না দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন নামসর্বস্ব পত্রিকা ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপূর্ণ খবর প্রচার করে। যা মোটেও সত্যি নয়।

এমন অপপ্রচারের তোরাবগঞ্জ বাজার ব্যবসায়ীরা মিথ্যা প্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। এদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর