শিরোনাম
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব। কালিয়াকৈরে ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারী।
সোমবার, ০৫ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

দিনাজপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৫৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধা পরিবারকে আবরুদ্ধ করে রেখে প্রভাবশালী মহল।এ ঘটনায় থানায় পাল্টাপাল্টী অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর ডারারপাড় গ্রামে।সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের পরিবারকে বাড়ী যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন। রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘর্ষের ঘটনাও ঘটেছে।

ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমান এর কন্যা মোছাঃ জোয়াইরাহ বেগম (২৮) এর থানায় দায়েরকৃত  অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের স্ত্রী মোছা: মমেনা বেওয়া (৪৫),স্বামী মারা যাওয়ার পর তার তিন কন্যা ও এক ছেলে নিয়ে পৌর এলাকার উত্তর সুজাপুর ডারার পাড় গ্রামে বসবাস করে আসছেন।

পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী সালাম এর স্ত্রী রেখা বেগম (৩৪), কালাচান এর স্ত্রী কুলছুম বিবি (৫৭)সহ তাদের পরিবারের  লোকজনের সাথে রাস্তায় চলাচলের বিষয়কে কেন্দ্র করে গত ২১জুন সন্ধায় দুপক্ষের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘর্ষ বাধে।

এ নিয়ে প্রতিপক্ষরা গত ২৭জুন রাতে মুক্তিযোদ্ধা পরিবারের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেন। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা মোছাঃ জোয়াইরা বেগম প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে একই ঘটনায় ওই গ্রামের প্রতিবেশি আব্দুস সালামের স্ত্রী মোছাঃ রেখা বেগম মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

রেখা বেগম জানান,গত ২১জুন সন্ধায় মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন আমার হাঁস ধরে নিয়ে যাওয়ার কারণে তাদের সাথে এক প্রকার কথা কাটাকাটির পরে তারা আামাকে ও আমার শ্বাশুড়িকে মারপিট করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমি থানায় অভিযোগ করেছি।এ ঘটনার পর ২৭ জুন যাতায়াতের রাস্তাটি বন্ধের অভিযোগ এনে মুক্তিযোদ্ধা পরিবার পাল্টা অভিযোগ করেন। সে কারনে আমরাও রাস্তা বন্ধ করে দেই।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা মোছাঃ জোয়াইরাহ বেগম জানান,অন্যায় ভাবে সরকারী রেকর্ড ভুক্ত রাস্তা বন্ধ করে আমাদের পরিবারকে বাড়ি থেকে বেড় হতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনও পর্যন্ত কনো ব্যাবস্থা নেওয়া হয়নি। বিষয়টি মিমাংসার জন্য থানায় দুপক্ষকে নিয়ে বসলেও দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বর্তমানে তারা সুষ্ঠ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: মাহমুদুল হাসান জানান,দুপক্ষের অভিযোগ পেয়েছি,রাস্তার বিষয়টি পুলিশের কাজ নয়,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সংশ্লিষ্ট কতৃপক্ষ সেটি তারা দেখবেন। মারপিটের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন জানান,বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের কন্যা আমার কাছে এসেছে তাদের সাথে কথা বলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর