শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় করোনা আক্রান্ত পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক পরাভেজের মৃত্যু।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৬২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম পারভেজ বুধবার (৩০ জুন)বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহ রাজিউন।মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত ক’দিন আগে জ্বর ঠান্ডায় আক্তান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নমুনা পরিক্ষায় তার করোনা পজেটিভ আসে।এখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন।

এক সপ্তাহ যাবৎ সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম ও সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র নাথ রায় শোক প্রকাশ করেছেন।সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর