মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

গোয়ালন্দে দৌলদিয়ায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধিঃ / ৫৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

(৩০ জুন) বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কেকেএস বাংলা হেল্প ও এডব্লিউআর উদ্যোগে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন দাস ডিপার্টমেন্টাল কর্মকর্তা বিসিএসএফ,লুথার দাস ভলেন্টিয়ার প্রজেক্ট ফোকাল পার্সন বিসিএসএফ বাংলা-হেল্প , আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শামীমা আক্তার মুনমুন সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাফফর হোসেন। ৬০ জন যৌনকর্মীর মধ্যে ত্রাণ সামগ্রী তালিকা ছিল, ২ কেজি চাউল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি লবণ,২ আলু,২ কেজি পেঁয়াজ, ১/২ কেজি গুঁড়ো দুধ,৩ টি গোসলের সাবান, ৩ টি কাপড় কাচার সাবান ও নগদ ৫’শ টাকা।

ত্রাণ বিতরণ শেষে বিদ্যালয়ের বাগানে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর