শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

পটুয়াখালী লকডাউনের দ্বিতীয় দিনে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় (দুই জুলাই) শুক্রবার চলমান সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে কভিট-১৯ এর বিধিমালা ও স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে, কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং উপজেলার নীলগঞ্জে অভিযান চালিয়ে ১৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

এ সময় কলাপট্টি খেয়া ঘাটে চলমান লকডাউন উপেক্ষা করে খেয়া পরিচালনা করায় চানমিয়া মাঝিকে এক হাজার টাকা, খেয়ার যাত্রীদের, দোকান খোলা রাখা এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় আরও ১২ জনকে মোট ১৩টি মামলায় ৭ হাজার ৯’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, কলাপাড়া উপজেলার করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় আছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারনে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়।
সাংবাদিকদের তিনি আরও জানান, কারো যদি খাবার অভাব থেকে থাকে তবে আপনারা জানাবেন আমি সেখানে খাবার পৌঁছে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর