শনিবার, ০৩ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক / ৮৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুভর্তি ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চালা সাতরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চালা বানিয়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাতরাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর