মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

এলাকাবাসীর অভিযোগ রাস্তার কাজের নামে চলাফেরায় চরম ভোগান্তি।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৪৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প ( সি আর ডি পি ) এর আওতায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড বাজার থেকে সাভার ইউপি হয়ে কলমা পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন – জনাব ডা: মোঃ এনামুর রহমান, ( এমপি, মাননীয় প্রতিমন্ত্রি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় )

কাজ উদ্বোধন করার আগ মুহুর্তেই রাস্তায় ফেলানো হয় বালু ও পাথর। কাজ যেন হবে বিদ্যুতেরও যেন দ্রুতগতিতে। সাভার নিউ মার্কেট থেকে শুরু করে চাঁপাইন তালতলা পর্যন্ত এক থেকে দেড় কিলোর রাস্তার কাজ শুরু করেছে ( ১৮ ই ডিসেম্বর ২০২০ ) হয়নি কাজের কোনো গতি। এক দিন কাজ করলে ছয় দিন থাকে বন্ধ।

এলাকার জনগণ চরম ভুগান্তির মুখে, খুলতে পারছেনা দোকানপাট, দোকানীরা জানান – রাস্তার কাজ ধরেছে বিগত ছয় থেকে সাত মাস চলে গেলেও কাজের নেই কোনো অগ্রগতি।

দোকানীরা আরো জানান যে – গুনতে হচ্ছে দোকানের ভাড়া ও বিদ্যুৎ বিল। আমরা চরম বিপাকে আছি।

ডগর মোড়া, শাহিবাগ ও চাঁপাইনের অধিকাংশ বাড়িওয়ালা বলেন – খুলতে পারছেনা দোকানপাট, করতে পারছেনা ব্যবসা বাণিজ্য। আমরা চরম বিপাকে আছি। চলে যাচ্ছে ভাড়াটিয়ারা।বিপদে আছেন সকল বাড়িওয়ালারা ও দোকানদাররা ।

সাভার শিল্প এলাকা হওয়াতে এই এলাকায় বসবাস করে প্রায় লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক। রাস্তার এই দুর অবস্থা হওয়াতে চরম বিপাকে পড়েন বলে জানান সকল জনগণ।

এরা আরো বলেন – এই ঠিকাদারকে কাজ দেওয়ায় ক্ষুব প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই মর্মে আরো বলেন – সাভার পৌর নগর পিতা মেয়র হাজী আব্দুল গণি সাহেবকেও সাভার আশুলিয়ার গনোমানুষের প্রাণপ্রিয় নেতা ঢাকা ১৯ এর মাননীয় সংসদ সদস্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি ডা: মোঃ এনামুর রহমান সাহেবের কাছে সকল এলাকাবাসী জোড় ও বিনীত অনুরোধ করেছেন এই রাস্তার কাজটি যেন আপনাদের তদারকিতে সঠিক সময়ের মধ্যে করা হলে চরম ভোগান্তির থেকে মুক্তি পাবে বলে জানান এলাকাবাসী।ধন্যবাদ সকলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর