মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে মাঠে রয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।

মোঃ রোকনুজ্জামান রকু,চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৫০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

লকডাউন কার্যকর করতে কঠোর নজরদারিতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা প্রশাসন।কোভিট-১৯ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন/ বিধিনিষেধ জারি করা হয়েছে।

লকডাউন কার্যকর করতে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা গুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত টিমের সদস্যরা।

মঙ্গলবার সকালে উপজেলার বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বাস্তব চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এমন নানা প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।

না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে চৌহালী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান ও থানা পুলিশের সদস্য বৃন্দ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর