মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর লাশ উদ্ধার।

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ৭০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

১০ (জুলাই) শনিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আমারজমিন প্রতিবেদককে জানান, গত বধুবার ৭(জুলাই) আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়, নিখোঁজের পর থেকে স্বজনের সম্ভব্য সকল জায়গায় খোজাখুজি করে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি সাধারণ ডাইরী করেন। আজ সকালে আব্দুর রশিদের মরদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। পারিবারিক ভাবে জানা যায়, আব্দুর রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর