শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেসের চাকায় পিষ্ট হয়ে ১ নারীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক / ১১৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বনলতা এক্সপ্রেস দ্রুতগামী ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই ট্রেন দূর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের ষ্টেশন মাষ্টার গফুর মিয়া জানান, শুক্রবার(১৬ জুলাই) বিকেল ৩ টার সময় ঢাকা-কুড়িগ্রামগামী বনলতা দ্রুতগামী এক্সপ্রেসের সাথে ঢাকা-রাজশাহীর রেলপথের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পশ্চিম পাশের সিগনাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসটি কুড়িগ্রামের  উদ্দেশ্যে যাচ্ছিলো। তবে নিহিত ওই নরীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ জি,আরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-কামাল জানান,নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ পাঠানো হয়েছে।লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়েছে।লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।তবে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর