সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

কাজিপুরে সাংবাদিককে মেয়রের প্রাণনাশের হুমকি এ ঘটনায় থানায় ডায়রি। 

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৭০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করছেন একজন স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া খাঁন। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে মেয়র ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকী  দেওয়ার  কারনে গতকাল শুক্রবার ১৬ ই জুলাই রাতে তিনি এই ডায়েরি করেন। তিনি সময়ের আলো পএিকার কাজিপুর প্রতিনিধি।

তিনি বলেন,গত বৃহস্পতিবার (১৫ জুলাই)  রাতে সিরাজগঞ্জের একটি স্থানীয় অনলাইন ও স্থানীয় পত্রিকায় “কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নামচ্ শিরোণামে একটি সংবাদ প্রকাশিত হলে , এর জের ধরে ওইদিন রাতে মেয়র আমাকে( গোলাম কিবরিয়াকে) ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকী প্রদান করেন।

এই ঘটনায় ওই সাংবাদিক  শুক্রবার রাতে  তাকেসহ আরও একজন স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেবার বিষয়টি উল্লেখ করে কাজিপুর থানায় মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এর আগে তিনি নিজ বাড়ি থেকে থানায় আসতে নিরাপত্তার অভাববোধ করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান এবং থানা থেকে  তাকে নিজ বাড়ি কাজিপুরের বাঐখোলা গ্রামে পৌঁছে দেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘আমরা সাংবাদিকের জিডি নিয়েছি এবং তাকে নিজ বাড়িতে পৌঁছে  দিয়ে এসেছি।থ
উল্লেখ্য কাজিপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে বরাদ্দকৃত সার ও বীজ  এর “তালিকায় মেয়র ও তার পরিবারের আট সদস্যের নামচ্  শিরোণামে  বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত
হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর